Crime

মদ্যপানের সময় আচমকাই লাঠি, পাথর দিয়ে বন্ধুকে খুন করলেন যুবক!

মদ্যপানের সময় বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

Advertisement

সংবাদ সংস্থা

ঠাণে শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫০
Share:

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি।

মত্ত অবস্থায় বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণে এলাকার। মঙ্গলবার রাত ৩টে নাগাদ খুন করা হয় বলে অভিযোগ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৩টে নাগাদ বন্ধুর সঙ্গে বসে মদ্যপান করছিলেন ২৩ বছরের আমজত খান। মদ্যপানের সময় তাঁদের মধ্যে বচসা বাধে। তর্কাতর্কির সময়ই আমজতকে খুন করেন তাঁর বন্ধু। কী নিয়ে তাঁদের মধ্যে বচসা বেধেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

বাঁশের লাঠি এবং পাথর দিয়ে আমজতকে খুন করা হয় বলে অভিযোগ। খুনের পর চম্পট দেন অভিযুক্ত যুবক। পরে দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ধৃত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement