—প্রতীকী চিত্র।
ঘুমন্ত অবস্থায় স্ত্রী, পুত্র, কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করলেন এক যুবক। মৃত্যু হয়েছে তাঁর পাঁচ বছরের পুত্রের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী এবং কন্যা। হামলার পরই আত্মঘাতী হয়েছেন ওই যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুকাবাদের জাহানগঞ্জ থানা এলাকায়।
পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, রতনপুর গ্রামে বাড়ি ওই যুবকের। ৩৮ বছর বয়সি ওই যুবকের নাম দীনেশ যাদব। ভোররাত ৩টের সময় তাঁর স্ত্রী, ১১ বছরের কন্যা এবং পাঁচ বছরের পুত্র যখন ঘুমোচ্ছিলেন, সেই সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান ওই যুবক, এমনটাই জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, হামলার জেরে চিৎকার শুনে সেখানে যান দীনেশের বোন। সেই সময়ই বাড়ি ছেড়ে দৌড়ে পালান দীনেশ। পরে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, কানপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন দীনেশ। সেই টাকা শোধ করা নিয়ে বিব্রত ছিলেন তিনি। তার জেরেই এই কাণ্ড কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।