Uttar Pradesh

মেয়ের সংসারে অশান্তি মেটাতে গিয়ে জামাইয়ের হাতে খুন, গ্রেফতার তরুণ

পুলিশের দাবি, মনুকে মাদক সেবন করতে বারণ করেছিলেন তিক্কম। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা তৈরি হয়। তর্কাতর্কির মাঝেই হঠাৎ রেগে যান মনু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৮
Share:

—প্রতীকী ছবি।

শ্বশুরকে খুন করার অভিযোগে গ্রেফতার তরুণ। মেয়ের সংসারে নিত্য অশান্তি মেটাতে সপরিবারে গিয়েছিলেন মেয়ের শ্বশুরবাড়িতে। সেখানেই জামাইয়ের হাতে খুন হন প্রৌঢ়। ঘটনাটি শনিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের বিজনোর এলাকায় ঘটে। মৃতের নাম তিক্কম (৬৫)। অভিযুক্তের নাম মনু।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মাদক সেবন করে বাড়িতে প্রায়ই ঝামেলা করতেন মনু। বিয়ের পর মেয়ের সংসারে অশান্তির খবর পেয়ে কন্যার শ্বশুরবাড়িতে স্ত্রী এবং পুত্রকে নিয়ে চলে যান তিক্কম। পুলিশের দাবি, মনুকে মাদক সেবন করতে বারণ করেছিলেন তিক্কম। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা তৈরি হয়।

তর্কাতর্কির মাঝেই হঠাৎ রেগে যান মনু। হাতের কাছে হ্যান্ড পাম্পের হাতল পড়ে থাকতে দেখতে পান তিনি। অভিযোগ, রাগের বশে সেই হাতল দিয়েই শ্বশুরকে মারতে শুরু করেন মনু। হাতলের আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিক্কম।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, তিক্কমকে মারার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান মনু। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে ফতেহপুর এলাকার বাসিন্দা তিনি। পেশায় গাড়িচালক মনু। তাঁর বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। পলাতক অভিযুক্তকে খুঁজে বার করে গ্রেফতার করে তারা। তিক্কমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement