Kidnap

রাস্তা থেকে দুই যুবককে অপহরণ, পুলিশকে খবর দিলেন এক পথচারী, ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যাঁরা নন্দন এবং কার্তিককে অপহরণ করেছিলেন, তাঁরা তাঁদেরই বন্ধু। টাকাপয়সার লেনদেন নিয়ে ঝামেলা ছিল দু’পক্ষের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

বেঙ্গালুরু শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩ ১৫:০২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তা থেকে দুই যুবককে অপহরণ করা হল। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

শুক্রবার মধ্যরাতে এইচএসআর লেআউট এলাকা থেকে এক যুবককে জোর করে গাড়িতে তুলে নিয়ে যান চার ব্যক্তি। সেই ঘটনার ভিডিয়ো বিজয় ডেনিস নামে এক গাড়িচালক ক্যামেরাবন্দি করেন। চোখের সামনে এক জনকে অপহরণ হতে দেখে ডেনিস পুলিশে খবর দেন। সেই খবর পেয়েই তল্লাশি চালিয়ে ১২ ঘণ্টায় মধ্যে অপহৃত যুবককে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দু’জনকে অপহরণ করা হয়েছিল। তাঁরা হলেন নন্দন এবং কার্তিক। দু’জনের বাড়ি অন্ধ্রপ্রদেশে। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যাঁরা নন্দন এবং কার্তিককে অপহরণ করেছিলেন, তাঁরা তাঁদেরই বন্ধু। টাকাপয়সার লেনদেন নিয়ে ঝামেলা ছিল দু’পক্ষের মধ্যে। তার পরই শুক্রবার দু’জনকে অপহরণ করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, নন্দন এবং কার্তিককে অপহরণ করে শহরের বাইরে নিয়ে গিয়ে একটি জায়গায় আটকে রাখা হয়েছিল। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে সেই জায়গার হদিস পায় পুলিশ। তার পরই তল্লাশি অভিযানে গিয়ে নন্দন এবং কার্তিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চার জনকেই। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হলেন, জনার্দন, মধুসূদন, যোগেশ্বর এবং আনন্দবাবু। কী কারণে নন্দন এবং কার্তিককে অপহরণ করা হয়েছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। টাকাপয়সার লেনদেন, নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement