—প্রতিনিধিত্বমূলক ছবি।
মুম্বইয়ে একের পর এক সমুদ্রে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে। শনিবার বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে সমুদ্রের ঢেউয়ে তলিয়ে মৃত্যু হয় এক মহিলার। এ বার সেই মুম্বইয়ের মার্বে সমুদ্রসৈকতে স্নান করতে গিয়ে ডুবে গেল পাঁচ কিশোর। রবিবার সকালের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, ডুবে যাওয়ার কিশোরদের বয়স ১২-১৬ বছরের মধ্যে। বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে গত কয়েক দিন ধরেই মুম্বইয়ের সমুদ্র উত্তাল। সমুদ্রের ধারে যেতে নিষেধ করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফেও। কিন্তু তার পরেও সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে অনেকেই সমুদ্রে নামছেন।
রবিবার সকালে ওই পাঁচ কিশোর সমুদ্রে স্নান করতে নামেন। সমুদ্র উত্তাল থাকায় ঢেউয়ের টানে অনেকটা দূরে চলে যায় তারা। স্থানীয়দের চোখে পড়ায় তাঁরা দু’জনকে উদ্ধার করেন। কিন্তু বাকি তিন জন তলিয়ে যায়। তাদের খোঁজে সমুদ্রের আধ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়। কিন্তু কোনও হদিস মেলেনি। পুলিশ জানিয়েছে, যে তিন কিশোর নিখোঁজ, তারা হল— রাজকুমার জায়সবাল, নিখিল সাজিদ কায়মকুর, অজয় জিতেন্দ্র হরিজন।
শনিবারই বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে সমুদ্রের ধারে একটি পাথরের উপর বসে ছবি তোলাচ্ছিলেন এক দম্পতি। পারে দাঁড়িয়েছিল তাঁদের সন্তানেরা। তারাই ছবি তুলছিল। একের পর এক ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছিল দম্পতিকে। বেশ কিছু ক্ষণ ধরে ছবি তোলানোর পর আচমকাই একটি বড় ঢেউ আসে, আর তাতে টাল সামলাতে না পেরে সমুদ্রে পড়ে যান দম্পতি। ব্যক্তিকে উদ্ধার করা গেলেও তাঁর স্ত্রী তলিয়ে যান।