Mumbai

মুম্বইয়ে বান্দ্রা-ওরলি সি লিঙ্কে গাড়ি থামিয়ে আরব সাগরে ঝাঁপ দিলেন চালক

ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তল্লাশি অভিযানে নেমেছে ভারতীয় নৌবাহিনী। রয়েছে মুম্বইয়ের উপকূলরক্ষী বাহিনীও। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৬:২৩
Share:

বান্দ্রা-ওরলি সি লিঙ্ক। —ফাইল চিত্র।

মুম্বইয়ে বান্দ্রা-ওরলি সি লিঙ্ক থেকে আরব সাগরে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। সোমবার এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সেতুতে গাড়ি থামিয়ে ঝাঁপ দেন ওই যুবক।

Advertisement

মুম্বইয়ে বান্দ্রা-ওরলি সি লিঙ্ক থেকে আরব সাগরে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। সোমবার এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সেতুতে গাড়ি থামিয়ে ঝাঁপ দেন ওই যুবক।

তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তল্লাশি অভিযানে নেমেছে ভারতীয় নৌবাহিনী। রয়েছে মুম্বইয়ের উপকূলরক্ষী বাহিনীও। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যক্তির হদিস পাওয়া যায়নি।

Advertisement

যুবকের নাম-পরিচয় জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে তিনি ঝাঁপ দিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। সূত্রের খবর, সোমবার সকালে ৫০ বছরের এক প্রৌঢ় গাড়ি থামিয়ে সেতু থেকে ঝাঁপ দেন।

পাঁচ কিমিরও বেশি লম্বা বান্দ্রা-ওরলি সি লিঙ্ক। আরব সাগরের উপর তৈরি ওই সেতু বান্দ্রার সঙ্গে জুড়েছে ওরলিকে। ব্যস্ততম সেতুতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাণিজ্যনগরীতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement