Rape in UP

কিশোরীকে মাদক খাইয়ে ধর্ষণ! নির্যাতনের ভিডিয়ো স্বামীকে পাঠান অভিযুক্ত, যুবককে ধরতে সক্রিয় পুলিশ

নির্যাতিতার পরিবারের সূত্রে জানা গিয়েছে, কিশোরীকে ধর্ষণের পর থেকেই ভিডিয়ো দেখিয়ে ভয় দেখাতে শুরু করেন অভিযুক্ত। কিশোরীর পরিবারের থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৯:০৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্তরপ্রদেশের কৌশাম্বীতে কিশোরীকে মাদক খাইয়ে ধর্ষণ করেছিলেন এক ব্যক্তি! সেখানেই থামেননি, ধর্ষণের ভিডিয়ো তুলে রেখেছিলেন বলে অভিযোগ। সেই ভিডিয়ো দেখিয়ে কিশোরীর পরিবারের থেকে লক্ষাধিক টাকা আদায় করেছিলেন অভিযুক্ত। অন্য এক জনের সঙ্গে নির্যাতিতার বিয়ে হওয়ার পর তাঁর স্বামীকেও পাঠিয়েছিলেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে সক্রিয় হয়েছে পুলিশ (আনন্দবাজার অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।

Advertisement

নির্যাতিতার পরিবারের সূত্রে জানা গিয়েছে, কিশোরীকে ধর্ষণের পর থেকেই ভিডিয়ো দেখিয়ে ভয় দেখাতে শুরু করেন অভিযুক্ত। কিশোরীর পরিবারের থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি। ইতিমধ্যে অন্য এক ব্যক্তির সঙ্গে কিশোরীর বিয়ে হয়ে যায়। তার পরিবারের দাবি, এর পর আবার তাদের ‘ব্ল্যাকমেল’ করতে শুরু করেন অভিযুক্ত। তাদের থেকে পাঁচ লক্ষ টাকা এবং গয়না দাবি করেন ওই যুবক। তাঁর দাবি না মেটানো হলে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করবেন বলেও হুমকি দেন।

কিশোরীর পরিবার টাকা দিতে অস্বীকার করলে সেই ভিডিয়ো তাঁর স্বামীকে পাঠিয়ে দেন অভিযুক্ত। সমাজমাধ্যমেও প্রকাশ করেন তিনি। পরিবারের দাবি, এর ফলে তার বিয়ে ভেঙে যায়। এর পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থ হন নির্যাতিতা এবং তাঁর ভাই। অভিযুক্তের শাস্তির দাবি তোলেন তাঁরা। ভিডিয়ো দেখে সক্রিয় হয়েছে কৌশাম্বী প্রশাসন এবং পুলিশ। কৌশাম্বীর অতিরিক্ত সুপার রাজেশকুমার সিংহ জানিয়েছেন, ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হবে। মামলা দায়ের হলে তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement