Arrest

বোরখা পরে মহিলাদের শৌচালয়ে ঢুকে মোবাইল রেখে এলেন যুবক, তার পর কী ঘটল শপিং মলে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বয়স ২৩ বছর। একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করেন তিনি। বিটেক পাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কোচি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৩ ১৮:১৩
Share:

— প্রতীকী চিত্র।

পরনে বোরখা। শপিং মলের মহিলা শৌচালয়ে ঢুকে এক যুবক নিজের মোবাইল ফোন রেখে এসেছিলেন বলে অভিযোগ। সেই মোবাইলে অন করা ছিল ক্যামেরা। শেষ পর্যন্ত গ্রেফতার হলেন যুবক। কেরলের কোচির ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বয়স ২৩ বছর। একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করেন তিনি। বিটেক পাশ করেছেন। গ্রেফতারির পর ওই যুবককে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনেও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার কোচির ওই শপিং মলে বোরখা পরে ঢুকেছিলেন তিনি। সেখানে মহিলাদের শৌচালয়ে ঢুকে নিজের মোবাইল রেখে দেন। মোবাইলটি যাতে কেউ দেখতে না পান, সে জন্য অভিনব এক পদ্ধতি নিয়েছিলেন তিনি। একটি কার্ড বোর্ডের বাক্সে মোবাইলটি ভরে রাখেন তিনি। বাক্সে একটি ফুটো রাখা হয়েছিল। ওই ফুটো দিয়ে মোবাইল ক্যামেরায় রেকর্ড করার কাজ চলছিল। বাক্সটি শৌচালয়ের দরজায় রাখা ছিল।

Advertisement

নিজের মোবাইল মহিলা শৌচালয়ে রেখে বাইরে ঘোরাঘুরি করছিলেন যুবক। দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ এসে যুবককে জিজ্ঞাসাবাদ করতেই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। এর পরেই যুবককে গ্রেফতার করা হয়। তাঁর বোরখা এবং মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত এর আগেও এ ধরনের কাজ করেছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement