Murder

স্ত্রীকে বিচ্ছেদে ‘প্ররোচনা’! প্রকাশ্যে শাশুড়িকে কুপিয়ে খুন করে পালালেন জামাই

পুলিশ জানিয়েছে, শাশুড়ির উপর খুব রাগ ছিল রাজেশের। তাঁর ধারণা ছিল, স্ত্রীকে বিচ্ছেদের জন্য ‘প্ররোচনা’ দিচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ১১:৩৬
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

উড়ালপুলের উপর ৪৮ বছরের মহিলাকে কুপিয়ে খুন। অভিযুক্ত তাঁর জামাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রী বিচ্ছেদের মামলা করেছেন। তার জন্য স্ত্রীর মাকে দায়ী করে খুন করেছেন জামাই। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার ঘটনা।

Advertisement

শনিবার রাত ৯টা নাগাদ বিজয়ওয়াড়ার চানুমোলু ভেঙ্কটরাও উড়ালপুলে এই কাণ্ড ঘটে। অভিযুক্তের নাম রাজেশ। তিনি বাড়ি বাড়ি ঘুরে কাপড় বিক্রি করতেন। অভিযোগ, শাশুড়ি কালামণিকে তিনি খুন করেছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। বিজয়ওয়াড়া পশ্চিমের এসিপি হনুমান্থা রাও বলেন, ‘‘জামাই খুনটি করেছেন। মৃতা তাঁর শাশুড়ি হন। কোর্টে বিচ্ছেদের মামলা চলছে।’’

পুলিশ জানিয়েছে, শাশুড়ির উপর খুব রাগ ছিল রাজেশের। তাঁর ধারণা ছিল, স্ত্রীকে বিচ্ছেদের জন্য ‘প্ররোচনা’ দিচ্ছেন তিনি। তাঁর ‘উস্কানি’তেই বিচ্ছেদের মামলা করেছেন তরুণী। তার জেরেই নারকেল কাটার কাস্তে দিয়ে শাশুড়িকে খুন করেন রাজেশ। তার পর থেকেই ফেরার তিনি। পুলিশ খোঁজ করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement