—প্রতীকী চিত্র।
স্কুটারে বাঁধা রয়েছে চটের ব্যাগ। সেই ব্যাগ খুলতেই বেরোল এক যুবকের দেহ। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। বৃহস্পতিবার বিকেলে হিন্দন নদীর সেতুর কাছ থেকে দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে।
তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম দীক্ষিত পাল (২৮)। তিনি আর্থালার বাসিন্দা। বসুন্ধরা এলাকায় মোবাইলের দোকান রয়েছে তাঁর। ওই স্কুটারটি যুবকেরই বলে জানিয়েছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, হিন্দন নদীর ব্রিজের কাছে রাখা ছিল স্কুটারটি। সেখানে একটি চটের ব্যাগ বাঁধা ছিল। ব্যাগটি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। ব্যাগ খুলতেই ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মাথার পিছনেও আঘাত রয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশেরপ্রাথমিক অনুমান এটি খুনের ঘটনা। কিন্তু খুন হলে তার কারণ কী, এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।