প্রতীকী ছবি।
জম্মু-কাশ্মীরের পুলওয়ামার ত্রালে এসওজি ক্যাম্পে পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে গুলি চালানো ঘটনা ঘটল বুধবার বিকেলে।
সূত্রের খবর, জঙ্গি কার্যকলাপে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে ওই ক্যাম্পে জেরার করার জন্য নিয়ে আসা হয়েছিল। জেরার সময় হঠাৎই সামনে দাঁড়িয়ে থাকা এক পুলিশকর্মীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালান ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ আমিন মালিক। গুলি চালিয়েই আমিন ক্যাম্পের জেনারেটর ঘরের ভিতরে লুকিয়ে পড়েন।
আত্মসমর্পণ করার জন্য ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা চালায় পুলিশ। খবর পেয়েই গোটা ক্যাম্পটিকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। কাশ্মীরে নিরাপত্তার শীর্ষ আধিকারিকরা এই ঘটনাকে ‘নিরাপত্তার গাফিলতি’ বলেই ব্যাখ্যা করেছেন।