Gym

জিমে গিয়ে আচমকাই মাথায় যন্ত্রণা, শরীরচর্চার মাঝেই বারাণসীতে মৃত্যু যুবকের

জিমে বসানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, শরীরচর্চা করতে করতে আচমকাই পড়ে যান তিনি। হাত দিয়ে চেপে ধরেন মাথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৪ ২০:৪৭
Share:

জিমে অসুস্থ হয়ে পড়লেন যুবক। ছবি: এক্স।

জিমে শরীরচর্চা করার সময় মৃত্যু এক যুবকের। বারণসীর ঘটনা। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়ে মৃত্যু হয়েছে যুবকের।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩২ বছরের যুবকের নাম দীপক গুপ্ত। জিমে বসানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, শরীরচর্চা করতে করতে আচমকাই পড়ে যান তিনি। হাত দিয়ে চেপে ধরেন মাথা। কাঁপতে থাকেন। দেখে ছুটে আসেন জিমের অন্যান্য লোকজন। তাঁরা জল দেন যুবককে। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরীরচর্চা করার সময় মাথা চেপে ধরেন দীপক। সম্ভবত, তাঁর মাথায় ব্যথা শুরু হয়। চিকিৎসকদের মতে, তখনই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়ে থাকতে পারে তাঁর। জিমের অন্য সদস্যেরা জানিয়েছেন, বহু বছর ধরে নিয়মিত শরীরচর্চা করতে আসতেন দীপক। বিভিন্ন ব্যয়ামের প্রতিযোগিতায় অংশ নিতেন। কী ভাবে এই কাণ্ড হল, অনেকেই বুঝতে পারেননি।

Advertisement

গত বছর গাজ়িয়াবাদের খোড়া এলাকায় জিমে ট্রেডমিলে ছোটার সময় মৃত্যু হয় ১৯ বছরের যুবকের। মৃতের নাম ছিল সিদ্ধার্থ কুমার। আদতে সিওয়ানের বাসিন্দা। বাবার সঙ্গে খোড়ায় থাকতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement