গাজিয়াবাদের জিমে মৃত্যু যুবকের। ছবি: সংগৃহীত।
জিমে গিয়েছিলেন শরীরচর্চার জন্য। ট্রেডমিলের উপর দৌড়তে দৌড়তেই মৃত্যু হল যুবকের। শনিবার গাজিয়াবাদের সরস্বতী বিহারের ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সিদ্ধার্থকুমার সিংহ। ট্রেডমিলে দৌড়নোর সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। গোটা ঘটনা ধরা পড়েছে জিমের সিসি ক্যামেরায়। তাতে দেখা গিয়েছে, ট্রেডমিলে দৌড়নোর সময় হঠাৎই থেমে যান সিদ্ধার্থ। তার পর অচেতন হয়ে পড়ে যান। দেখে ছুটে আসেন আশপাশের লোকজন। তাঁকে ধরেও ফেলেন। কিন্তু কাজ হয়নি। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি সিদ্ধার্থকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গত জুলাই মাসে গাজিয়াবাদেই জিমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক যুবকের। তিনি সরস্বতী বিহারের বাসিন্দা ছিলেন। গাজিয়াবাদের বৃন্দাবন বিহারের জিমে কসরত করার সময় বিপত্তি। জিম করতে করতে আচমকা বুকে ব্যথা এবং শরীরে অস্বস্তি বোধ করতে থাকেন কপিল নামে ওই যুবক। তাঁকে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।