Crime

Crime: জন্মদিনে মাত্রাতিরিক্ত মাদক সেবনে মৃত যুবক, দেহ লোপাটের চেষ্টার অভিযোগ, ধৃত বন্ধুরা

গত মঙ্গলবার রাতে জন্মদিন উদ্‌‌যাপন করতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে বেরিয়েছিলেন এক যুবক। পার্টি করে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় ওই যুবকের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১০:১৩
Share:

প্রতীকী ছবি।

জন্মদিনে বন্ধুদের সঙ্গে পার্টিতে অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে মৃত্যু হল এক যুবকের। ভয়ে তাঁর দেহ লোপাটের চেষ্টা করতে গিয়ে পুলিশি জালে ধরা পড়লেন বন্ধুরা। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের গুরদাসপুরে।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে জন্মদিন উদ্‌‌যাপন করতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে বেরিয়েছিলেন এক যুবক। পার্টি করে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় ওই যুবকের। এর পরই আতঙ্কে ওই যুবকের দেহ লোপাটের চেষ্টা করলেন তাঁর এক বন্ধু। এ সময়ই ঘটনাটি দেখতে পান কয়েক জন পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে মৃত যুবকের ওই বন্ধুকে গ্রেফতার করা হয়।

জেরায় যুবকের বন্ধু পার্টিতে মাদক সেবনের কথা জানান। মৃত যুবকের পাশাপাশি তাঁর বন্ধুরাও মাদক সেবন করেছিলেন বলে জানতে পারে পুলিশ। যুবকের কয়েক জন বন্ধু ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement