অভিযোগকারী যুবক জিতেন্দ্র (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
পাড়ার দোকান থেকে ধারে ১০ টাকার পানমশলা কিনেছিলেন এক যুবক। কিন্তু সেই টাকা চেয়ে না পেয়েও শেষমেশ পুলিশের দ্বারস্থ হলেন দোকানমালিক। ঘটনাটি উত্তরপ্রদেশের হরদোইয়ের।
পুলিশ সূত্রে খবর, হরদোইয়ের ভান্ডারি গ্রামে জিতেন্দ্র নামে এক প্রতিবন্ধী যুবকের পানের দোকান রয়েছে। বছর দেড়েক আগে ওই দোকান থেকে ১০ টাকার পানমশলা কিনেছিলেন পাড়ারই যুবক সঞ্জয়। জিতেন্দ্রর অভিযোগ, যখনই ধারের টাকা চাওয়া হত সঞ্জয়ের কাছে, তখনই তিনি ‘আজ দেব, কাল দেব’ বলে কাটিয়ে দিতেন। এ ভাব দিন, সপ্তাহ, মাস হয়ে বছর ঘুরে গিয়েছে। কিন্তু ধারের ওই ১০ টাকা সঞ্জয় মেটাননি বলে অভিযোগ।
জিতেন্দ্রর দাবি, কয়েক দিন আগেও সঞ্জয়ের কাছে ওই টাকা চেয়েছিলেন। কিন্তু তিনি এড়িয়ে যান। বার বার তাঁর কাছে টাকা চেয়েও না পাওয়ায় শেষমেশ পুলিশের দ্বারস্থ হন জিতেন্দ্র। পুলিশ জানিয়েছে, তারা একটি অভিযোগ পেয়েছে। সেই অভিযোগ পাওয়ার পরই ওই গ্রামে যায় পুলিশ। সঞ্জয়ের কাছ থেকে টাকা উদ্ধার করে জিতেন্দ্রকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।