Suvendu Adhikari

কাঁথিতে শুভেন্দুর সভা চেয়ে মামলা করেননি, দাবি এক ‘মামলাকারী’র! সই পরীক্ষা করাচ্ছে হাই কোর্ট

মামলার ওকালতনামায় রয়েছে তাঁর নাম। অথচ মামলাকারীর দাবি, তিনি ওকালতনামায় সই করেননি। কেউ তাঁর সই নকল করেছেন। শুক্রবার হাই কোর্ট তাঁর সই পরীক্ষা করানোর জন্য দিল্লির ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১২:৪৬
Share:
শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

মামলার ওকালতনামায় রয়েছে তাঁর নাম। অথচ মামলাকারীর দাবি, তিনি ওকালতনামায় সই-ই করেননি। কেউ তাঁর সই নকল করেছেন। মামলাকারীর এ হেন দাবির পর শুক্রবার কলকাতা হাই কোর্ট তাঁর সই পরীক্ষা করানোর জন্য দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছে।

Advertisement

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন পূর্ব মেদিনীপুর জেলারই কাঁথিতে সম্মেলনের আয়োজন করেছিল হিন্দুত্ববাদী একটি সংগঠন। ওই সম্মেলনে বক্তব্য রাখার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু পুলিশের তরফে ওই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। সংগঠনটির তরফে পাঁচ জন কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। ওই পাঁচ জনের এক জন হলেন রামেশ্বর বেরা।

মামলাটি শুনানির জন্য আদালতে উঠলে রামেশ্বর জানান, তিনি কোনও মামলা করেননি। মামলার ওকালতনামায় তিনি সই করেননি বলেও দাবি করেন রামেশ্বর। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, তবে ওকালতনামায় থাকা সইটি কার? রামেশ্বর অভিযোগ করেন যে, তাঁর হয়ে অন্য কেউ সই করে দিয়েছে।

Advertisement

এই পরিস্থিতিতে বিচারপতি ঘোষের এজলাসে বিজেপির আইনজীবী জানান, রামেশ্বরই ওকালতনামায় সই করেছিলেন। কোনও চাপের মুখে পড়ে তিনি মত বদলেছেন বলে দাবি করেন বিজেপির আইনজীবী। এর নেপথ্যে কোনও অভিসন্ধি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হাই কোর্টকে তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানান ওই আইনজীবী।

শুক্রবার বিচারপতি ঘোষ সইটি রামেশ্বরেরই কি না, তা খতিয়ে দেখতে ওকালতনামাটি দিল্লির ফরেন্সিক ল্যাবে পাঠান। বিচারপতি জানান, ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পরেই তদন্তের বিষয়টি বিবেচনা করে দেখবে আদালত।

প্রসঙ্গত, আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি জগন্নাথধামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একই দিনে কাঁথিতে একটি হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে সনাতনী সম্মেলনে যোগ দেবেন বিরোধী দলনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement