Beer

Liquor: ঠান্ডা বিয়ার চাই, দু’বোতল এনে দেবেন? ১০০ ডায়ালে ফোন করে যুবকের আবদার

সাধারণত ১০০ ডায়ালে ফোন করা হয় কোনও জরুরি ক্ষেত্রে বা আপৎকালীন পরিস্থিতিতে। কিন্তু মধু যা করলেন তাতে হতভম্ব হয়ে যায় পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মে ২০২২ ১১:৪৩
Share:

অলঙ্করণ: শৌভিক দেবনাথ।

দু‘বোতল ঠান্ডা বিয়ার লাগবে! দয়া করা করে এনে দেবেন? ১০০ ডায়ালের ফোন তুলতেই এক যুবকের এমন আবদারে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন পুলিশকর্মীরা। ঘটনাটি তেলঙ্গানার।

সোমবার রাত তখন আড়াইটে। ১০০ ডায়ালে ফোন করেছিলেন মধু। কন্ট্রোলরুম থেকে ফোন তুলতেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘কোনও বিপদে পড়েছেন? কিছু প্রয়োজন?’ বিষয়টি ফোনে বলতে চাননি তিনি। শুধু বলেছিলেন, জরুরি দরকার। তার পরই ফোন কেটে দেন।

Advertisement

সাধারণত ১০০ ডায়ালে ফোন করা হয় কোনও জরুরি ক্ষেত্রে বা আপৎকালীন পরিস্থিতিতে। কিন্তু মধু যা করলেন তাতে হতভম্ব হয়ে যায় পুলিশ।

পুলিশ ভেবেছিল বড় কোনও বিপদে পড়েছেন ওই ব্যক্তি। দুই কনস্টেবলকে কন্ট্রোলরুম থেকে ফোন করে বলা হয় দ্রুত দৌলতাবাদে পৌঁছতে হবে। ফোন পেয়ে কনস্টেবলরা তড়িঘড়ি মধুর বাড়িতে পৌঁছন। তাঁরা পৌঁছে দেখেন চার দিক সব নিস্তব্ধ, কোথাও কোনও ঝামেলা বা আপৎকালীন পরিস্থিতির চিহ্নমাত্র নেই!

Advertisement

মধুর বাড়িতে ঢুকে স্তম্ভিত হয়ে যান তাঁরা। তাঁকে জিজ্ঞাসা করা হয়, কেন ফোন করেছিলেন? মধু তখন মত্ত। পুলিশের প্রশ্নে মধু আবদার করে বসলেন, ‘‘সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। দু’বোতল বিয়ার এনে দেবেন?’’ মধুর এই কথা শুনে বেজায় চটে যান দুই পুলিশকর্মী। মধুকে দু’চার ঘা দেন। এবং তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement