Suicide

Depression: সন্তান না হওয়ায় হতাশা, বিষ খেয়ে আত্মহত্যা যুবকের!

বিয়ের পাঁচ বছর পরও সন্তান না হওয়ায় হতাশায় ভুগছিলেন ওই যুবক। তাঁর পড়শিরা জানিয়েছেন, বহু বার সন্তানহীনতার কথা জানিয়ে আফসোস করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১০:০৫
Share:

প্রতীকী ছবি।

বিয়ের পাঁচ বছর পরও বাবা না হতে পারার হতাশায় ভুগছিলেন বছর পঁয়ত্রিশের এক যুবক। আত্মীয় পরিজনদের কাছে সে কথা জানিয়ে প্রায়ই দুঃখপ্রকাশ করতেন তিনি। বুধবার বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবক ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

মুম্বইয়ের কুরলার কুরেশি নগরের বাসিন্দা ওই যুবক। নাম মাজার আলি আনসারি। নিজের বাড়িতে স্ত্রী এবং যৌথ পরিবারের সঙ্গে থাকতেন তিনি। পুলিশকে মাজারের প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই সন্তানহীনতার কথা বলতেন ওই যুবক। এমনকি, তাঁকে এমনও বলতে শোনা গিয়েছে যে সন্তান ছাড়া তাঁর জীবন অসম্পূর্ণ।

পাঁচ বছর আগে বিয়ে হয় ওই যুবকের। গত প্রায় এক বছর ধরেই সন্তান না হওয়ার হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে ওই ব্যক্তির বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেছিল পুলিশ। তবে তারা কারও প্রতি সন্দেহ বা অভিযোগের কথা জানাননি।

Advertisement

পুলিশ এই ঘটনাটিতে আপাতত দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement