Saree

Suicide: বউ ঠিক মতো শাড়ি পরতে পারে না! সুইসাইড নোট লিখে আত্মঘাতী স্বামী

মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল সমাধানের। সুইসাইড নোটে সমাধান অভিযোগ করেছেন যে, স্ত্রী এমন আচরণে তিনি খুবই অসন্তুষ্ট।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৭ মে ২০২২ ১৯:১৭
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

স্ত্রী ঠিক মতো শাড়ি পরতে পারেন না। ঠিক মতো কথাও বলেন না। হাঁটেনও না ঠিক মতো। এমনই অভিমানী অভিযোগ তুলে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন এক ব্যক্তি।

মৃতের নাম সমাধান সাওলে। মহারাষ্ট্রের মুকুন্দনগরের বাসিন্দা। মঙ্গলবার তাঁর নিজের ঘর থেকে দেহ উদ্ধার করে পুলিশ। সমাধানের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা ছিল, ‘আমার স্ত্রী ঠিক মতো শাড়ি পরতে পারে না। হাঁটে না ঠিক করে। আমার সঙ্গে ঠিক মতো কথাও বলে না।’

Advertisement

মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল সমাধানের। পুলিশ জানিয়েছে, সমাধানের থেকে তাঁর স্ত্রী বছর ছয়েকের বড়। সুইসাইড নোটে সামধান অভিযোগ করেছেন, স্ত্রী এমন আচরণে তিনি খুবই অসন্তুষ্ট।

তবে শুধুমাত্র শাড়ি ঠিক মতো না পরার জন্য এক জন ব্যক্তি আত্মহত্যা করতে পারে, এ কথা মানতে পারছে না খোদ পুলিশও। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement