ল্যান্ডার বিক্রম। ছবি- এএফপি।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রয়েছে নিউ যমুনা ব্রিজ। সেই ব্রিজের একটা পিলারে সোমবার উঠে পড়েছেন এক ব্যক্তি। সঙ্গে নিয়েছেন ভারতের পতাকা। ওই ব্যক্তিকে পিলারে দেখে তাঁকে নেমে আসার অনুরোধ জানাচ্ছেন ব্রিজের নীচে থাকা মানুষজন। কিন্তু ওই ব্যক্তি কিছুতেই নামতে রাজি নন। তাঁর সাফ কথা, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যতক্ষণ পর্যন্ত চাঁদের মাটিতে নামা ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে ততক্ষণ তিনি নামবেন না। পিলারে বসে তিনি চন্দ্র দেবের কাছে বিক্রমের জন্য প্রার্থনা করবেন।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রজনীকান্ত। তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। গত ৭ সেপ্টেম্বর চন্দ্রযান-২ মিশনের অধীনে চাঁদের মাটিতে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। তার পরই বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। আর সেই বিক্রমের সঙ্গে যোগাযোগের আশাতেই আজব দাবি নিয়ে পিলারে ওঠেন রজনীকান্ত।
এই প্রথম নয়। এর আগেও পরিবেশ বাঁচানোর প্রার্থনা নিয়ে ব্রিজের পিলারে উঠেছিলেন। তবে তাঁকে ব্রিজ থেকে নামানো হয়েছে কি না, এ ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন: হাতে ১২, পায়ে ১৪! দশের বেশি আঙুল নিয়ে ফাঁপরে গোটা পরিবার
আরও পড়ুন: হেলমেট না পরায় সাইকেল আরোহী স্কুল ছাত্রকে জরিমানা?