attack

মহিলার মাথায় ধারালো অস্ত্রের কোপ! হামলার পর বাইক রেখে পালালেন যুবক

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক তরুণের সঙ্গে বচসা হচ্ছিল দুই মহিলার। ওই তরুণ চাপাতি দিয়ে এক মহিলার মাথায় কোপ বসানোর চেষ্টা করেন বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ১৭:১৪
Share:

মহিলাকে চাপাতির কোপ মারার অভিযোগ। ছবি: প্রতীকী

প্রকাশ্য রাস্তায় মহিলাকে চাপাতির কোপ এক ব্যক্তির। গুরুতর জখম সেই মহিলা। অভিযুক্ত ফেরার। কেরলের কোচির ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ কালুরে আজাদ রোডে এই হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক তরুণের সঙ্গে বচসা হচ্ছিল দুই মহিলার। ওই তরুণ চাপাতি দিয়ে এক মহিলার মাথায় কোপ বসানোর চেষ্টা করেন বলে অভিযোগ। হাত দিয়ে বাধা দেন দ্বিতীয় মহিলা। তাঁর হাতও জখম হয়েছে। তখনই অভিযুক্ত পালিয়ে যান। ঘটনাস্থলে তাঁর বাইকটি ফেলে রেখে যান।

Advertisement

জখম মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘটনাস্থল রক্তে ভেসে যাচ্ছে। সেখানে পড়ে রয়েছে সেই চাপাতি। অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement