—প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাস্তার মধ্যে তরোয়াল নিয়ে স্ত্রীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি কর্নাটকের হাসান জেলার। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। জখম মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে স্ত্রীর উপর তরোয়াল নিয়ে চড়াও হন ওই ব্যক্তি। হামলার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা গিয়েছে, তরোয়াল হাতে স্বামীকে দেখে কাকুতিমিনতি করছেন মহিলা। ভয়ে ছুটে পালাচ্ছেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, ওই দম্পতি আলাদা থাকেন। সম্পত্তি নিয়ে গোলমালের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। জখম মহিলার চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনার পর থেকেই পলাতক তাঁর স্বামী। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।