Love Affair

প্রেমের প্রস্তাব ফেরানোয় ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ! গ্রেফতার অভিযুক্ত যুবক

জখম অবস্থায় ছাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়রাই যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ১১:৫৪
Share:

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীর উপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে ছাত্রীর মুখে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি তামিলনাড়ুর থুটুকুড়ি জেলার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার স্কুলে পরীক্ষা ছিল ওই ছাত্রীর। পরীক্ষা দেওয়ার পর স্কুল থেকে বাড়ি ফিরছিল সে। সেই সময়ই ওই ছাত্রীর পথ আটকান অভিযুক্ত যুবক। সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র বার করে ছাত্রীর মুখে আঘাত করেন অভিযুক্ত যুবক। ধারালো অস্ত্রের আক্রমণে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রী। রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

Advertisement

এই ঘটনার আকস্মিকতায় চমকে যান স্থানীয়রা। তাঁরাই অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ওই যুবক। সেই প্রস্তাব ফেরাতেই ছাত্রীর উপর হামলা চালান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement