—ফাইল চিত্র।
ডার্বি ম্যাচের পর প্রথম খেলল মোহনবাগান। কেমন হল জামশেদপুরের বিরুদ্ধে তাদের পারফরম্যান্স? কী বলছেন কোচ হোসে মোলিনা? সবুজ-মেরুনের সব খবর।
রবিবার আইএসএলে রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে খেলতে হবে গোয়ার সঙ্গে। ম্যাচের আগে কী বলছে লাল-হলুদ শিবির? রয়েছে আইএসএলের জোড়া ম্যাচ, অস্ট্রেলিয়ান ওপেন এবং বিজয় হজারে ট্রফির ফাইনাল।
জামশেদপুর ম্যাচের পর কী বলছেন মোলিনা? মোহনবাগানের সব খবর
আইএসএলে ১৬ নম্বর ম্যাচ খেলে ফেলল মোহনবাগান। শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নেমেছিল সবুজ-মেরুন। ম্যাচের পর কী বলছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা? থাকছে বাগানের সব খবর।
ইস্টবেঙ্গল রবিবার খেলবে গোয়ার সঙ্গে, জিতলে দশম স্থানে আসতে পারে লাল-হলুদ, প্রস্ততির খবর
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
কাল রবিবার আইএসএলে নামছে ইস্টবেঙ্গল। ডার্বিতে মোহনবাগানের কাছে হারার পর এই প্রথম খেলবে লাল-হলুদ। অ্যাওয়ে ম্যাচে ক্লেটন সিলভাদের খেলতে হবে এফসি গোয়ার সঙ্গে। ইস্টবেঙ্গলের ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট। এই ম্যাচে জিতলে তারা একাদশ স্থান থেকে দশম স্থানে চলে আসতে পারে। শুধু তা-ই নয়, গোয়ার পয়েন্ট নষ্ট হলে সুবিধা হবে শীর্ষ স্থানে থাকা মোহনবাগানের। ম্যাচের আগে কী বলছে লাল-হলুদ শিবির?
আইএসএলে আজ জোড়া ম্যাচ, জয়ে ফেরার লক্ষ্যে বেঙ্গালুরু
আইএসএলে আজ জোড়া ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। শেষ দু’টি ম্যাচে হেরে লিগ জয়ের দৌড় থেকে খানিকটা পিছিয়ে পড়েছে বেঙ্গালুরু। মোহনবাগান যেখানে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্টে পৌঁছে গিয়েছে, সেখানে সমসংখ্যক ম্যাচে সুনীলদের পয়েন্ট ২৭। গোয়াও তাদের টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছে। সুনীলেরা কি জয়ে ফিরতে পারবেন? খেলা বিকেল ৫টা থেকে। এর পর রয়েছে কেরালা ব্লাস্টার্স বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ। নর্থইস্ট পঞ্চম স্থানে রয়েছে। তাদের ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট। কেরালার ১৬ ম্যাচে ২০ পয়েন্ট। তারা নবম স্থানে। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডের ম্যাচ, খেলবেন শীর্ষ বাছাই সিনার
অস্ট্রেলিয়ান ওপেনে আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে নামছেন শীর্ষ বাছাই জানিক সিনার। তাঁকে খেলতে হবে অবাছাই মার্কোস জিরনের সঙ্গে। মহিলাদের সিঙ্গলসে খেলবেন দ্বিতীয় বাছাই ইগা সিয়নটেক। তাঁর বিপক্ষে এমা রাদুকানু। খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
ভারতের সেরা এক দিনের দল কারা? বিজয় হজারের ফাইনাল
আজ বিজয় হজারে ট্রফির ফাইনাল। জানা যাবে ঘরোয়া এক দিনের ক্রিকেটে ভারতের সেরা রাজ্য দল কোনটি। মুখোমুখি কর্নাটক ও বিদর্ভ। স্বপ্নের ফর্মে রয়েছেন বিদর্ভ অধিনায়ক করুন নায়ার। কর্নাটক খেলবে ময়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে। খেলা দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা
শুরু হয়ে গিয়েছে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দুই ম্যাচের সিরিজ় এটি। মুলতানে প্রথম দিনের খেলা কুয়াশার জন্য দেরিতে শুরু হয়েছিল। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা সকাল ১১টা থেকে।