এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাতে স্টেশনে ঘুমিয়ে পড়েছিলেন মহিলা। পাঁচ বছরের সন্তান তাঁর পাশেই ছিল। কিন্তু ঘুম থেকে উঠে আর ছেলেকে দেখতে পাননি মা। পরে পরিত্যক্ত ট্রেনের কামরার ভিতর থেকে বালকের দেহ উদ্ধার করে পুলিশ। তাকে যৌন হেনস্থার পর খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের চারবাগ স্টেশন সংলগ্ন এলাকার। পুলিশ জানিয়েছে, রবিবার মায়ের সঙ্গে রাজস্থান থেকে লখনউয়ে এসেছিল ওই বালক। তাদের গন্তব্য ছিল প্রতাপগড়। লখনউ থেকে প্রতাপগড়ের ট্রেন ধরার জন্য ছেলেকে নিয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন মহিলা। রাতে সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন। ওই সময় স্টেশনের কাছেই ছিলেন অভিযুক্ত। তিনি বালকের সঙ্গে গল্প করে বন্ধুত্ব পাতান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে গল্প করতে করতে মায়ের পাশ থেকে বালককে তুলে নিয়ে যান অভিযুক্ত। তাকে নিয়ে যাওয়া হয় স্টেশনের বাইরে একটি নিভৃত স্থানে। সেখানেই বালকের যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। তার পর তাকে খুন করে পরিত্যক্ত ট্রেনের কামরায় ফেলে দেওয়া হয় দেহ।
ঘুম থেকে উঠে ছেলেকে দেখতে না-পেয়ে পুলিশের দ্বারস্থ হন মহিলা। নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ স্টেশন এবং সংলগ্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে যুবককে চিহ্নিত করে। বেশ কয়েক ঘণ্টা তল্লাশির পর উদ্ধার হয় বালকের দেহ। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।