যুবককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। প্রতীকী ছবি।
যুবকের গায়ে আগুন ধরিয়ে দিয়ে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। অন্য এক জন অভিযুক্ত শরীরে পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি দিল্লির চাওলা এলাকার। শুক্রবার সেখানে বচসায় জড়িয়ে পড়েন তিন যুবক। পুলিশ সূত্রে খবর, বচসার নেপথ্যে ছিলেন এক তরুণী।
কালু নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ তিনি এবং টিটু নামে আর এক জন বচসার সময় দীপাংশুর গায়ে আগুন ধরিয়ে তাঁকে খুনের চেষ্টা করেন। ২৩ বছরের যুবকের গায়ে প্রথমে পেট্রল ঢেলেছিলেন কালু। তার পর টিটু তাঁর গায়ে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেন।
গোটা ঘটনায় দীপাংশুর সঙ্গে জখম হয়েছেন টিটুও। কারণ, আগুন জ্বলে ওঠার পর তাঁকে ধরে ফেলেছিলেন দীপাংশু। দু’জনেই পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, দীপাংশু যে তরুণীর সঙ্গে কাজ করেন, টিটুর সঙ্গেও তাঁর বন্ধুত্ব রয়েছে বলে তিনি জানতে পেরেছিলেন। তা জিজ্ঞেস করতে গেলে বচসা শুরু হয়।
পুলিশের কাছে ফোন করে কেউ একজন ঘটনার কথা জানান। তবে ফোনে বলা হয়েছিল, দীপাংশু এক তরুণীর গায়ে নাকি আগুন ধরিয়ে দিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, আদৌ কোনও তরুণী আহত হননি। বরং, আগুনে দীপাংশুর শরীরের একাংশ পুড়ে গিয়েছে। সঙ্গে রয়েছেন টিটুও। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। দীপাংশুর বয়ান ইতিমধ্যে তদন্তকারীরা রেকর্ড করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই এক জনকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকেরা অনুমতি দিলে রেকর্ড করা হবে আর এক অভিযুক্ত টিটুর বয়ানও।