Murder

Murder: বার বার কাজে যেতে বলায় বিরক্ত, স্ত্রীকে কাঁচি দিয়ে খুন করে আত্মঘাতী স্বামী!

পুলিশ জানতে পেরেছে, বিভোর গাড়িচালকের কাজ করতেন। গত ১৫ দিন ধরে কাজে যাচ্ছিলেন না। কেন কাজে যাচ্ছে না, তা নিয়ে স্ত্রী ঋতু বিচলিত হয়ে উঠছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১৮:০১
Share:

প্রতীকী ছবি।

কানের সামনে স্ত্রী সব সময়েই ঘ্যান ঘ্যান করতেন— ‘কাজে যাও’। স্ত্রীর একই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে পড়েছিলেন। কেন তাঁকে কাজে যেতে বলা হচ্ছে সেই রাগে স্ত্রীকে কাঁচি দিয়ে খুন করলেন এক ব্যক্তি। পরে আত্মঘাতী হন তিনিও। ঘটনাটি মধ্যপ্রদেশের জবলপুরের।

Advertisement

পুলিশ জানিয়েছে, দম্পতির নাম বিভোর এবং ঋতু শাহু। শুক্রবার রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। ঘটনাটি যখন ঘটে সেই সময় বিভোর এবং তাঁর স্ত্রী ছাড়া কেউ বাড়িতে ছিলেন না। তাঁরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বাড়িতে ফিরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে বিভোরের ঘরে ঢুকতেই আঁতকে ওঠেন তাঁরা।

সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বিভোর গাড়িচালকের কাজ করতেন। গত ১৫ দিন ধরে কাজে যাচ্ছিলেন না। কেন কাজে যাচ্ছে না, তা নিয়ে স্ত্রী ঋতু বিচলিত হয়ে উঠছিলেন। তাই বিভোরকে বার বার কাজে যাওয়ার জন্য চাপ দেওয়া শুরু করেন। কাজে না যাওয়ায় সংসারে টানাটানি শুরু হয়। স্ত্রী কেন তাঁকে কাজে যাওয়ার জন্য জোর করছে, বিষয়টি নিয়ে বেজায় চটেছিলেন বিভোর। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যেও অশান্তিও শুরু হয়েছিল। শুক্রবার তা চরমে ওঠে। তখনই স্ত্রীকে কাঁচি দিয়ে খুন করেন বিভোর। তার পর আত্মঘাতী হন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement