Love Affair

প্রেমিকার স্বামীকে খুন করে ঘরে দেহ পুঁতে রাখার অভিযোগ, গ্রেফতার যুবক

জেরায় অভিযুক্ত যুবক খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৯:৩১
Share:

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ। প্রতীকী ছবি।

প্রেমিকার স্বামীকে খুনের পর নিজের ঘরে দেহ পুঁতে রাখার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথের পট্টি কল্যাণ গ্রামে।

Advertisement

রবিবার নিহত যুবক রবির (৩৫) দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে প্রায় এক সপ্তাহ আগে খুন করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সোমবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবক প্রবীণকে।

পুলিশ সূত্রে খবর, গত ১১ ডিসেম্বর কারনাল এলাকায় গাড়ি কিনতে গিয়েছিলেন রবি। তার পর আর বাড়ি ফেরেননি। সেদিন থেকেই রবির খোঁজ পায়নি তাঁর পরিবার। পরের দিন থানায় নিখোঁজ ডায়েরি করে রবির পরিবার। এই ঘটনার তদন্তে নেমে রবিবার একটি ঘরের মধ্যে থেকে রবির দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

গ্রেফতারের পর জেরা চলাকালীন প্রবীণ খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। জেরায় অভিযুক্ত যুবক জানিয়েছেন, রবির স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা সম্প্রতি জেনে যান রবি। গত ১১ ডিসেম্বর রবিকে নিজের বাড়িতে ডেকে পাঠান প্রবীণ। সেখানে তাঁরা মদ্যপান করেন। এর পরই রবির মাথায় আঘাত করেন প্রবীণ। মাথায় আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় রবির। পরে রবির দেহ ওই ঘরের মধ্যে পুঁতে দেন বলে অভিযোগ প্রবীণের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক প্রবীণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement