প্রতীকী ছবি।
লটারির টিকিট নিয়ে বচসার জেরে এক বন্ধুর হাতে খুন হতে হল আর বন্ধুকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লম জেলায়। অভিযুক্ত বন্ধুকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অজিত। দিন কয়েক আগে একটি রাজ্য লটারি কিনেছিলেন দেবদাস নামে এক যুবক। সেই টিকিট কেনার পর অজিতের কাছেই টিকিটটি রেখে দিয়েছিলেন দেবদাস। খেলা এগিয়ে আসায় গত দু’দিন ধরে অজিতের কাছে টিকিটটি চাইছিলেন দেবদাস। কিন্তু অভিযোগ, বার বার চাওয়া সত্ত্বেও অজিত সেই টিকিট দিতে অস্বীকার করেন।
বৃহস্পতিবার রাতে দুই বন্ধু মিলে মদের আসরে বসেছিলেন। সেখানেও লটারির টিকিটের প্রসঙ্গ ওঠে। ধীরে ধীরে দু’জনে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এক সময় পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছয়। অজিত তখন রাগের বশে হাতের সামনে থাকা এতটি ধারালো অস্ত্র দিয়ে দেবদাসকে মারতে যান। দেবদাস সেই হামলা প্রতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু ধারালো অস্ত্রের আঘাতে তাঁর হাতে এবং শরীরের বেশ কয়েক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়। যে হেতু দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন, তাই দেবদাস বুঝতেও পারেননি তাঁর শরীর থেকে ক্রমে রক্ত বেরিয়ে যাচ্ছে। প্রচুর রক্তপাত ঘটায় মৃত্যু হয় দেবদাসের।
এই ঘটনার পরই পালিয়ে যান অজিত। স্থানীয়রা অচৈতন্য অবস্থায় দেবদাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দেবদাসের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ অজিতকে গ্রেফতার করে।