তাকানোর ‘অপরাধে’ খুন! গ্রাফিক: সনৎ সিংহ।
২৮ বছরের যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মুম্বইতে। ৩ জন মিলে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, তাঁদের কারও দিকে তাকিয়ে ছিলেন যুবক। যা তাঁদের পছন্দ হয়নি। তাকানোর ‘অপরাধেই’ তাঁকে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রণিত ভালেকর। তিনি একটি কল সেন্টারে কাজ করতেন। মুম্বইয়ের মাতুঙ্গা এলাকায় তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ অভিযুক্ত ৩ জনকেই গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে এক জনের দিকে তাকিয়ে ছিলেন অভিযুক্ত। তা নিয়ে বচসার সূত্রপাত। যা গড়ায় হাতাহাতিতে। রণিতকে বেল্ট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। সঙ্গে লাথি, ঘুষি চলতে থাকে। মাটিতে ফেলে তাঁর বুকে এবং পেটে লাগাতার আঘাত করা হয়, জানিয়েছে পুলিশ। মার খেয়ে ঘটনাস্থলে পড়ে যান তিনি। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় মুম্বইয়ের শানুনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে খুন, ইচ্ছাকৃত ভাবে আঘাত করা, শান্তি লঙ্ঘন করা, অপরাধমূলক প্রবণতা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।