একটি পেট্রল পাম্পে কাজ করত আক্রান্ত কিশোর। প্রতীকী ছবি।
যন্ত্র দিয়ে কিশোর সহকর্মীর মলদ্বারে হাওয়া ভরে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কিশোর। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাকেশ মার্গের সিহানি গেট থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মোহিত। রাকেশ মার্গের একটি পেট্রল পাম্পে কাজ করতেন। সেই পেট্রল পাম্পেই কাজ করত বছর উনিশের বিজয়। সাংবাদ সংস্থা পিটিআইকে এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার কোনও একটি বিষয় নিয়ে বিজয় এবং মোহিতের মধ্যে বচসা হয়। এর পরই মোহিত আক্রমণাত্মক হয়ে ওঠেন। অভিযোগ, বিজয়কে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন মোহিত। তার পরই বিজয়ের মলদ্বারে হাওয়া ভরার পাইপ ঢুকিয়ে যন্ত্র চালু করে দেন। শুধু তা-ই নয়, ওই অবস্থায় বিজয়কে চেপে ধরে রাখেন মোহিত।
পুলিশ জানিয়েছে, বেশ কিছু ক্ষণ পর বিজয় অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে পেট্রল পাম্প ছেড়ে পালিয়ে যান মোহিত। গুরুতর অসুস্থ অবস্থায় বিজয়কে উদ্ধার করেন পাম্পের অন্য কর্মীরা। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিজয়ের অবস্থা সঙ্কটজনক।
অভিযুক্ত বিজয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক বিজয়। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।