Arrest

নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, হেফাজত থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত অভিযুক্ত

পুলিশের দিকে লক্ষ্য করে গুলি চালান অভিযুক্ত, এমনটাই দাবি পুলিশের। আত্মরক্ষার খাতিরে পাল্টা গুলি চালায় পুলিশও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৪
Share:

—প্রতীকী ছবি।

১৪ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার। হেফাজতে থাকাকালীন পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে পুলিশের গুলিতে আহত হন অভিযুক্ত। মঙ্গলবার এই ঘটনাটি উত্তরপ্রদেশের হারদোই জেলায় আহেমি এলাকায় ঘটে। অভিযুক্তের নাম আফজল।

Advertisement

সোমবার গণেশের বিসর্জন যাত্রায় আফজল ১৪ বছর বয়সি এক নাবালিকাকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, বিসর্জন যাত্রা থেকে বাড়ি ফিরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ওই নাবালিকা। ঘটনাটি তার মায়ের চোখে পড়ায় সঙ্গে সঙ্গে নাবালিকাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার আফজলকে গ্রেফতার করা হয়। গাড়িতে চেপে থানায় যাওয়ার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। পুলিশের দাবি, গাড়ির সামনে রাস্তার কোনও কুকুর-বিড়াল চলে আসার ফলে গাড়ির গতি কমিয়ে আনা হয়। সেই সুযোগে পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন আফজল। পুলিশের দিকে লক্ষ্য করে গুলিও চালান অভিযুক্ত, এমনটাই দাবি পুলিশের। আত্মরক্ষার খাতিরে গুলি চালায় পুলিশও। পুলিশ জানায়, গুলি লেগে আহত হন অভিযুক্ত। চিকিৎসার জন্য তাঁকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement