Accident

গণেশ পুজোয় আগুন নিয়ে খেলা দেখাতে গিয়ে অঘটন! মুহূর্তেই শরীর জুড়ে ছড়িয়ে পড়ল লেলিহান শিখা

বুধবার রাতে সুরতের একটি গণেশ পুজো প্যান্ডেলে এক যুবক মুখ দিয়ে আগুন ছড়ানোর খেলা দেখাতে গিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে ফেলেন। তড়িঘড়ি জামা খুলিয়ে কোনও রকমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ২০:১৫
Share:

আগুন নিয়ে খেলা দেখাতে গিয়ে দুর্ঘটনা। ভিডিয়ো থেকে নেওয়া।

গণেশ চতুর্থীতে আগুন নিয়ে খেলা দেখাতে গিয়ে অঘটন। বুধবার রাতে গুজরাতের সুরতে আগুন লেগে গুরুতর আহত এক যুবক। নেটমাধ্যমে সেই ভিডিয়ো দেখে চমকে উঠছেন সকলে।

Advertisement

সুরতের একটি গণেশ প্যান্ডেলে মুখ দিয়ে আগুন ছাড়ার খেলা দেখাচ্ছিলেন এক যুবক। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি আগুনের শিখাকে মুখের সামনে এনে ফুঁ দেওয়ার চেষ্টা করছেন ওই যুবক। আচমকাই শুধু মুখের সামনে আগুন জ্বলার পরিবর্তে যুবকের গায়ে আগুন লেগে যায়। আশপাশের লোকেরা যুবকের শরীরে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। তত ক্ষণে তাঁর গোটা শরীরে আগুন লেগে গিয়েছে। ভিডিয়োয় দেখা যায়, যুবকের পাশে দাঁড়িয়ে থাকা লোকেরা যুবকের জামা খুলিয়ে দিচ্ছেন। তাতেও দাউদাউ করে আগুন জ্বলছে।

ভিডিয়োটি থেকে বোঝা যাচ্ছে, এ ভাবে আগুন যে ছড়িয়ে পড়বে তা ওখানে উপস্থিত কেউই ভাবতে পারেননি। দেখে মনে করা হচ্ছে, ওই যুবক সম্ভবত শখ করে মুখ দিয়ে আগুন ছাড়ার খেলা দেখাতে গিয়েছিলেন। কিন্তু দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement