new delhi

মদ্যপান করে টিভি টাওয়ারে উঠে পড়লেন যুবক, হুলস্থুল দিল্লিতে

খোঁজ খবর নিয়ে জানা যায় মহেশ নামে ওই যুবকের বাড়ি সৈনিক ফার্ম এলাকায়। এক ঘণ্টা পর নিজেই টিভি টাওয়ার থেকে নেমে আসেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৭:২৮
Share:

টিভি টাওয়ারে উঠে পড়লেন যুবক সংগৃহীত ছবি

মদ্যপান করে টিভি টাওয়ারে উঠে পড়লেন এক যুবক। শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লির পুষ্প বিহারের সেক্টর-৩ তে। সাকেত পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ১১টার দিকে তারা খবর পায় যে এক যুবক টিভি টাওয়ারে উঠে পড়েছেন, কিছুতেই নামতে চাইছেন না।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে খবরটি সঠিক। পুলিশ কর্মীরা ওই যুবককে নেমে আসতে বলেন। যদিও আবেদন কানে তোলেননি যুবক। পরিস্থিতি বিবেচনা করে এর পর অ্যাম্বুল্যন্স ও দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়। খোঁজ খবর নিয়ে জানা যায়, ওই যুবকের বাড়ি সৈনিক ফার্ম এলাকায়। তাঁর নাম মহেশ যাদব। এর পর যুবকের বাবা ও মাকে নিয়ে আসা হয়। তাঁরা এসে ছেলেকে নেমে আসতে বলেন। এক ঘণ্টা পর মহেশ নিজে থেকেই টিভি টাওয়ার থেকে নেমে আসেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে রোজই মদ্যপান করে। বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement