বাংলায় গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। তৃণমূল সরকার এ রাজ্যে ভয়ের একটা পরিবেশ তৈরি করে রেখেছে। আগামী লোকসভা নির্বাচনে যার জের পড়বে। সোমবার এ সব অভিযোগ নিয়েই বিজেপির এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। পশ্চিমবঙ্গে যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, সেই দাবি জানায় ওই প্রতিনিধি দল।
বিজেপির ওই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি, দলের সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, দার্জিলিঙের সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া, ভূপেন্দ্র যাদব এবং রাষ্ট্রীয় কার্যকারিণীর সদস্য মুকুল রায়। ওই প্রতিনিধি দলের তরফে পরে জানানো হয়, সামনেই দেশে লোকসভা নির্বাচন। সেখানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং প্রশাসনিক পরিস্থিতি কেমন, সেটাই কমিশনের নজরে আনা হয়েছে।
বাংলায় তৃণমূল অসাংবিধানিক ভাবে সরকার চালাচ্ছে এমন অভিযোগও কমিশনের কাছে করা হয়েছে বিজেপির তরফে। কমিশনের সঙ্গে বৈঠক সেরে বেরনোর পর এ দিন মুক্তার আব্বাস নকভি বলেন, ‘‘বাংলায় অরাজকতা চলছে। অসাংবিধানিক ভাবে রাজ্য চালাচ্ছে তৃণমূল। আমাদের সভা করতে দিচ্ছে না। এমনকি আমাদের নেতাদের হেলিকপ্টার নামার অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না।’’ নকভি আরও বলেন, ‘‘আসলে তৃণমূল আমাদের ভয় পেয়েছে। তাই এ সব করছে। কমিশনকে আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার আবেদন জানিয়েছি।’’
আরও পড়ুন: ধর্নার ১৯ ঘণ্টা: ধর্না চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত, ঘোষণা মমতার
আরও পড়ুন: সিবিআই-পুলিশ সংঘাত নিয়ে উত্তাল সংসদ, একযোগে কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের
রবিবারই পশ্চিমবঙ্গের বালুরঘাট এবং রায়গঞ্জে জনসভা করার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কিন্তু, রাজ্য সরকারের তরফে তাঁর হেলিকপ্টার নামার অনুমতি মেলেনি। শেষে ওই দুই সভায় মোবাইলে দেওয়া যোগীর ভাষণ মঞ্চ থেকে শোনানো হয়। এ দিন নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগও জানায় বিজেপি-র ওই প্রতিনিধি দল।
আরও পড়ুন: তথ্য লোপাটের প্রমাণ কই? সিবিআইকে বলল সুপ্রিম কোর্ট, কাল শুনানি
বিজেপি নেতাদের সভা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে বৈঠক শেষে নির্মলা সীতারমণ সাংবাদিকদের বলেন, ‘‘বাংলায় গণতন্ত্র ধ্বংস হচ্ছে। তৃণমূল নেতৃত্ব ওখানে ভয়ের রাজত্ব চালাচ্ছেন। মমতা নিজেও একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন। আমাদের কর্মীদের সভা করতে বাদা দেওয়া হচ্ছে। আগাম অনুমতি নেওয়া থাকলেও, শেষ মুহূর্তে সব ভেস্তে দেওয়া হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘সিভিক ভলান্টিয়ারদের হাতে যে ভাবে লাঠি তুলে দিয়েছে মমতা সরকার, তাতে কোনটা আসল পুলিশ আর বোঝার উপায় নেই।’’
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)