Mallikarjun Kharge

গুলাম নবির পর রাজ্যসভায় বিরোধী দলনেতা হচ্ছেন মল্লিকার্জুন খড়্গে

গাঁধী পরিবারের কাছের মানুষ মল্লিকার্জুন একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩১
Share:

ফাইল ছবি

গুলাম নবি আজাদের সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার পর রাজ্যসভায় বিরোধী দলনেতা হতে চলেছেন মল্লিকার্জুন খড়্গে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, দলীয়স্তরে আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দ্রুত বিরোধী দলনেতার পদ নিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।

Advertisement

মঙ্গলবার যে ৪ জন সাংসদের রাজ্যসভার মেয়াদ ফুরিয়েছে, তাঁদের মধ্যে গুলাম নবি আজাদ অন্যতম। তাঁর বিদায়ের সময় ভাষণ দিতে গিয়ে চোখ ভিজে গিয়েছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নাটকীয় সেই মুহূর্তে গুলাম নবির দীর্ঘ সংসদীয় জীবনকে স্যালুট করেছিলেন মোদী।

মল্লিকার্জুনেরও সংসদীয় রাজনীতিতে দীর্ঘ উপস্থিতি রয়েছে। গাঁধী পরিবারের কাছের মানুষ কংগ্রেসের সদস্য মল্লিকার্জুন একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। কাজ করেছেন রেলমন্ত্রী হিসাবে। সামলেছেন শ্রম মন্ত্রকের দায়িত্ব। কর্ণাটকের রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও তিনি এক উল্লেখযোগ্য চরিত্র। তাঁর কাঁধেই এ বার সংসদের উচ্চকক্ষে যাত্রাপথের ভার তুলে দিতে চাইছে কংগ্রেস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement