National News

মায়ের থেকে ক্ষতিপূরণ চান ছেলে

বহু কাঠখড় পুড়িয়ে ২০১৮ সালে মা আরতির খোঁজ পান শ্রীকান্ত।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০২:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

শৈশবে তাকে ট্রেনে ফেলে চলে যাওয়ার জন্য দেড় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা করলেন এক ব্যক্তি। পেশায় মেকআপ আর্টিস্ট ৪০ বছরের শ্রীকান্ত সাবনিস জানান, ১৯৭৯-তে পুণেতে জন্ম তাঁর। অভিনেত্রী হওয়ার ইচ্ছা নিয়ে মা আরতি মাস্কর মুম্বই চলে আসেন দু’বছরের শ্রীকান্তকে নিয়ে। এর পর মুম্বইয়েই একটি ট্রেনে শ্রীকান্তকে ফেলে চলে যান তিনি। তাঁকে উদ্ধার করে হোমে পাঠায় রেল। ১৯৮৬ সালে শ্রীকান্তর দিদিমা তাঁর আইনি হেফাজত পান। এর পর বহু কাঠখড় পুড়িয়ে ২০১৮ সালে মা আরতির খোঁজ পান শ্রীকান্ত। তত দিনে তিনি দ্বিতীয় স্বামী ও সন্তান নিয়ে থিতু। শ্রীকান্তের আইনজীবীর বক্তব্য, ‘‘মক্কেলকে সারা জীবন আতঙ্ক, বেদনা, মা হারানোর কষ্ট ভোগ করতে হয়েছে। এর জন্য ক্ষতিপূরণ প্রাপ্য’’।

Advertisement

আরও পড়ুন: মা হওয়া অসম্ভব! নিজের সঙ্গে অদম্য লড়াইয়ে আইভিএফে সন্তানের জন্ম দেন নীতা অম্বানী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement