Jamia Masjid

বিধ্বংসী আগুন কার্গিলের জামিয়া মসজিদে, ধ্বংস উপরের দু’টি তলা, আগুন নেভাতে নামল সেনাবাহিনী

মসজিদে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দারাও।

Advertisement

সংবাদ সংস্থা

কার্গিল শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ২০:৫৪
Share:

জামিয়া মসজিদে বিধ্বংসী আগুন।

কার্গিলের জামিয়া মসজিদে বিধ্বংসী আগুন। বুধবার সন্ধ্যায় আগুন লাগে দ্রাস এলাকার ওই মসজিদে। মুহূর্তের মধ্যে আগুন শিখা গ্রাস করে গোটা মসজিদ চত্বর। যার জেরে মসজিদের দু’টি তলা সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।

Advertisement

মসজিদে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দারাও। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

কার্গিলের সিইসি ফিরোজ আহমেদ খান বলেন, ‘‘পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয়দের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকলের দু’টি গাড়ি পাঠানো হয়েছিল। তবে প্রাথমিক ভাবে, আগুন নেভানোর কাজ শুরু করে সেনাবাহিনীই। মসজিদের একেবারে উপরের দু’টি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement