Amit Shah

উন্নয়নের জন্যে প্রয়োজন ঘরে বাইরে সুরক্ষা, অমিতের সমালোচনায় পুলিশের ‘থার্ড ডিগ্রি’ও

অপরাধ দমনে পুলিশের ব্যবহৃত পুরনো পদ্ধতিগুলিরও সমালোচনাও করেন অমিত শাহ। তিনি স্পষ্টই বলেন, ‘‘থার্ড ডিগ্রি টর্চারের দিন শেষ। এমনকি ফোন ট্যাপিংও আজকের দিনে খুব একটা ফলদায়ী নয়।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ১৮:২৪
Share:

নিউদিল্লিতে পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোর অনুষ্ঠানে অমিত শাহ

পাঁচলক্ষ কোটির অর্থনীতিতে ভারতকে পৌঁছে দিতে চান নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র মত, সেই লক্ষ্যে পৌঁছনোর জন্যে সবার আগে প্রয়োজন ঘরে-বাইরে নিরাপত্তা সুনিশ্চিত করা। এদিন পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোর ৪৯তম প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে মঞ্চ থেকে এমন বার্তাই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

অমিত শাহ এই অনুষ্ঠানে বলেন, ‘‘মোদীজি চান ভারতেকে পাঁচ ট্রিলিয়ন অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে। কিন্তু দেশের সুরক্ষা নিশ্চিত না হলে এই আর্থিক উন্নয়নসম্ভব নয়। এ জন্যে দেশে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলায় জোর দিতে হবে। জরুরি দেশের সীমান্ত সুরক্ষা ব্যবস্থাপনা জোরদার করা।’’


আরও পড়ুন: পাখির চোখ উপত্যকার মন জয়, মন্ত্রিগোষ্ঠী গঠন করে উন্নয়নের রূপরেখা তৈরির নির্দেশ কেন্দ্রের
আরও পড়ুন: সেঙ্গারের মতোই তিনিও ষড়যন্ত্রের শিকার, ছাত্রী অপহরণ কাণ্ডে মন্তব্য চিন্ময়ানন্দের

Advertisement

অপরাধ দমনে পুলিশের ব্যবহৃত পুরনো পদ্ধতিগুলিরও সমালোচনাও করেন অমিত শাহ। তিনি স্পষ্টই বলেন, ‘‘থার্ড ডিগ্রি টর্চারের দিন শেষ। এমনকি ফোন ট্যাপিংও আজকের দিনে খুব একটা ফলদায়ী নয়। বরং পুলিশের উন্নতির জন্যে ফরেন্সিক বিজ্ঞানের ওপর নির্ভরতা বাড়াতে হবে।’’

স্বাধীনতার পরে ৩৪০০০ পুলিশকর্মী প্রাণ দিয়েছেন শান্তি শৃঙ্খলা রক্ষার্থে। অমিত শাহ উপস্থিত পুলিশ কর্মীদের একথা মনে করিয়ে দিয়েই বলেন, বীরশহিদের অবদান যেন বৃথা না যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement