molest

ছাত্রীকে কুকথা, প্রতিবাদ করায় অটোর সঙ্গেই টেনে নিয়ে গেলেন চালক

শুক্রবার ভোর ৬টা ৪৫ মিনিট নাগাদ ওই কাণ্ড ঘটে। কলেজ যাচ্ছিলেন ওই ছাত্রী। পাশ দিয়ে যাওয়ার সময় কুকথা বলেন অটো চালক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ২২:১৮
Share:

ছাত্রীকে নিগ্রহ অটো চালকের। প্রতীকী ছবি।

রাস্তায় দাঁড়িয়েছিলেন কলেজ ছাত্রী। তাঁকে উত্ত্যক্ত করেই থেমে থাকেননি অটো চালক। চলন্ত অটোর সঙ্গে টানতে টানতে নিয়ে গেলেন অভিযুক্ত। মহারাষ্ট্রের ঠাণের ঘটনা। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজ দেখে মামলা দায়ের করেছে পুলিশ। খোঁজ চলছে অটো চালকের।

Advertisement

শুক্রবার ভোর ৬টা ৪৫ মিনিট নাগাদ ওই কাণ্ড ঘটে। কলেজ যাচ্ছিলেন ওই ছাত্রী। পাশ দিয়ে যাওয়ার সময় কুকথা বলেন অটো চালক। তরুণী সেই নিয়ে পাল্টা তাঁকে প্রশ্ন করেন। তখনই তাঁর হাত ধরে টান দেন অটো চালক। জানিয়েছেন ইনস্পেক্টর জয়রাজ রানাওয়াড়ে।

এখানেই শেষ নয়। এর পর অটোচালক পালানোর চেষ্টা করতে তরুণী তাঁর হাত চেপে ধরেন। অভিযুক্ত অটো চালাতে শুরু করে দেন। তাতেও দমেননি ছাত্রী। অটোচালককে ধরার জন্য হাত চেপে রাখেন। সেই অবস্থায় জোরে অটো চালিয়ে দেন চালক। অটোর সঙ্গেই প্রায় ৫০০ মিটার টেনে নিয়ে যাওয়া হয় ছাত্রীকে। তার পর পড়ে যান তিনি। তখন চম্পট দেন অটোচালক। এর পর আর অভিযুক্তের খোঁজ মেলেনি। তাঁর খোঁজে ঘুরছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement