Goa

৪ ঘণ্টায় ২৬ কোভিড রোগীর মৃত্যু গোয়া মেডিক্যাল কলেজে, কারণ স্পষ্ট নয়

রাত ২টো থেকে সকাল ৬টার মধ্যে ২৬ জনের মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে হাইকোর্টের তদন্ত চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৮:৫৬
Share:

ফাইল চিত্র।

গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৬ জন কোভিড রোগীর মৃত্যুতে শোরগোল। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য হাইকোর্টের তদন্ত চেয়েছেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। তিনি বলেন, ‘‘রাত ২টো সকাল ৬টার মধ্যে ২৬ জনের মৃত্যু হয়। মৃত্যু একটি বাস্তবতা। তবে তার কারণটি স্পষ্ট নয়।’’ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘‘অক্সিজেনের জোগান ও কোভিড ওয়ার্ডে তা সরবরাহের মধ্যে ব্যবধান রোগীদের জন্য কিছু সমস্যা তৈরি করতে পারে।’’ যদিও তিনি জানিয়ে দেন, রাজ্যে অক্সিজেন সরবরাহে ঘাটতি নেই।

Advertisement

যদিও মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে সাংবাদিকদের কাছে স্বীকার করেন, সোমবার পর্যন্ত গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন সরবরাহে ঘাটতি ছিল। তিনি বলেন, ‘‘এই মৃত্যুর পিছনে কারণগুলি হাইকোর্টের তদন্ত করে দেখা উচিত। উচ্চ আদালতেরও হস্তক্ষেপ করা উচিত ও হাসপাতালে অক্সিজেন সরবরাহের বিষয়ে একটি শ্বেতপত্র প্রস্তুত করা উচিত।’’

স্বাস্থ্যমন্ত্রী জানান, সোমবার পর্যন্ত হাসপাতালে অক্সিজেনের প্রয়োজনীয়তা ছিল ১ হাজার ২০০ জাম্বো সিলিন্ডার, যার মধ্যে কেবল ৪০০ সরবরাহ করা হয়েছিল। তিনি বলেন, ‘‘যদি অক্সিজেনের সরবরাহে কোনও ঘাটতি হয়, তবে কীভাবে এই ঘাটতি পূরণ করতে হবে সে সম্পর্কে আলোচনা করা উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement