প্রতীকী চিত্র।
এমবিবিএসের সিলেবাস থেকে ভার্জিনিটি টেস্ট বিষয়টি সরিয়ে নেওয়ার কথা বলল মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেস (এমইউএইচএস)-এর অধীনস্থ বোর্ড। মহারাষ্ট্রে এমবিবিএসের দ্বিতীয় বর্ষের পাঠ্যক্রমে ওই বিষয়টি রয়েছে। ওই বোর্ড জানিয়েছে, মেয়েদের ভার্জিনিটি টেস্টের কোনও বিজ্ঞানসম্মত পদ্ধতি হয় না। সে জন্যই ওই বিষয়টি সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।
ওয়ার্ধায় মহাত্মা গাঁধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ফরেনসিক বিভাগ ভার্জিনিটির পদ্ধতির বিষয়টি প্রথম নজরে আনে। তার পর এপ্রিলে এমইউএইচএস-র বোর্ড মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়। সেখানেই পাঠক্রম থেকে এই পদ্ধতি পড়ানোর বিষয়টি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এমজিআইএমএস-এর ফরেনসিক বিভাগের প্রধান ড. ইন্দ্রজিৎ খাণ্ডেকর বলেছেন, ‘‘এই পদ্ধতি শারীরিক, সামাজিক ও মানসিকভাবে নারীদের বিপন্ন করে।’’
আরও পড়ুন: বিপন্ন প্রজাতির এই ব্যাঙ বাস করত ডাইনোসরাসের যুগেও!