Coronavirus in India

Maharashtra: মহারাষ্ট্রে ২৯% বাড়ল দৈনিক সংক্রমণ, বেশি মুম্বইয়েই, ওমিক্রনে আক্রান্ত আরও ৫০

দেশের মধ্যে মহারাষ্ট্রেই দৈনিক সংক্রমণ সব চেয়ে বেশি। ওই রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী ৪২ হাজার ২৪ জন। শুধু মুম্বইতেই ২৯ হাজার ৮১৯ জন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ২২:১০
Share:

গোটা রাজ্যের মধ্যে শুধু মুম্বইতেই দৈনিক আক্রান্তের সংখ্যা অর্ধেকের বেশি।

দেশ জুড়েই ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণে ২৯ শতাংশ বৃদ্ধি দেখা গেল রবিবার। গোটা রাজ্যের মধ্যে শুধু মুম্বইতেই দৈনিক আক্রান্তের সংখ্যা অর্ধেকের বেশি।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৭৭ জন। যা শনিবারের তুলনায় ২৯ শতাংশ বেশি। এর মধ্যে শুধু বাণিজ্যনগরীতে আক্রান্ত হয়েছেন আট হাজার ৬৩ জন। যা শনিবারের তুলনায় আবার ২৭ শতাংশ বেশি। রবিবার মহারাষ্ট্রে আরও ৫০ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। অবশ্য তাঁদের মধ্যে অধিকাংশই পুণের বাসিন্দা। মুম্বইয়ে এক জন ওমিক্রন আক্রান্তকে শনাক্ত করা গিয়েছে। ওই রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫১০ জনের শরীরে মিলেছে ওমিক্রন। তার মধ্যে ৩২৮ জন মুম্বইয়ের বাসিন্দা।

Advertisement

এই মুহূর্তে দেশের মধ্যে মহারাষ্ট্রেই দৈনিক সংক্রমণ সব চেয়ে বেশি। ওই রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী ৪২ হাজার ২৪ জন। এর মধ্যে শুধু মুম্বইতেই রয়েছে ২৯ হাজার ৮১৯ জন সক্রিয় রোগী।

মহারাষ্ট্রের পাশাপাশি দিল্লিতেও লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজধানী শহরে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন। যা গত ২২ মে-র পর সর্বোচ্চ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement