মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। —ফাইল চিত্র।
মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অসুস্থ। সাতারায় গ্রামের বাড়িতে রয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনে জয়ের পর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন শিন্ডে। সেখান থেকে ফিরে সোজা সাতারায় চলে গিয়েছিলেন। সূত্রের খবর, গত দু’দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। গলায় রয়েছে সংক্রমণও। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা চলছে। বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত পওয়ার) জোট মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু নতুন সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন, তা স্পষ্ট হয়নি এখনও। শিন্ডেকেই ওই পদে রাখা হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শনিবার অজিত জানিয়ে দিয়েছেন, বিজেপি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ এ বার নিজেদের হাতেই রাখছে। অর্থাৎ, শিন্ডে মুখ্যমন্ত্রী হচ্ছেন না, তা একপ্রকার নিশ্চিত। এর পরেই সাতারায় শিন্ডের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে।
শিন্ডের পারিবারিক চিকিৎসক আরএম পাত্রে জানিয়েছেন, দিল্লি থেকে ফেরার পথেই ঠান্ডা লেগেছিল মহারাষ্ট্রের কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর। গত দু’দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। গলায় সংক্রমণের জন্য কথা বলতেও সমস্যা হচ্ছে। তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী স্যালাইনও দেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরও দুই থেকে তিন দিন লাগবে শিন্ডের, জানিয়েছেন চিকিৎসক। তাঁর কথায়, ‘‘শিন্ডে এখন ভাল আছেন। এখন যা সমস্যা রয়েছে, সেগুলি জ্বরের পার্শ্বপ্রতিক্রিয়া। তিন-চার জন ডাক্তারের একটি মেডিক্যাল দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।’’
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দিল্লিতে শাহের সঙ্গে বৈঠক করেন শিন্ডে। বৈঠকে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস এবং আর এক বিদায়ী উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। ছিলেন অজিতের ঘনিষ্ঠ আর এক নেতা প্রফুল পটেলও। বিজেপির তরফে বৈঠককে ‘ইতিবাচক’ বলা হয়েছিল। কিন্তু দিল্লি থেকে ফিরে শুক্রবার শিন্ডে চলে যান সাতারার বাড়িতে। তাঁর অনুপস্থিতির কারণে বাতিল হয়ে যায় মহারাষ্ট্রের বিধানসভা ভোটে জয়ী জোটের বৈঠক। শুক্রবার ওই বৈঠক হওয়ার কথা ছিল। এর পর থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জল্পনা আরও জটিল আকার নিয়েছে।
শনিবার অজিত জানিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন বিজেপিরই কোনও নেতা। আর উপমুখ্যমন্ত্রীর পদ পেতে চলেছে দুই জোটের দুই শরিক দল শিবসেনা (শিন্ডে) এবং এনসিপি (অজিত)। এর কিছু ক্ষণ আগেই একতরফা ভাবে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দেয় বিজেপি। দলের রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানান, আগামী ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় মুম্বইয়ের আজ়াদ ময়দানে নতুন মুখ্যমন্ত্রী শপথগ্রহণ করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের তিন দল— বিজেপি, শিন্ডেসেনা এবং এনসিপি (অজিত) যথাক্রমে ১৩২, ৫৭ এবং ৪১টি আসনে জিতেছে। সূত্রের খবর, ভোটের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রী পদ না-ছাড়ার বিষয়ে কার্যত অনড় ছিলেন শিন্ডে। তবে দিল্লিতে বিস্তর দর-কষাকষির পরে শেষ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর দৌড় থেকে পিছিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন। তবে প্রশাসনের অন্য পদগুলি নিয়ে টানাপড়েন চলছিল। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদে কাকে বসানো হবে, তা নিয়ে জল্পনা জিইয়ে রেখেছে বিজেপি।