Madras HC

স্টারলাইট খোলার আর্জি খারিজ আদালতে

এ দিন রায় দিয়েছে বিচারপতি টি এস শিভাগনানম এবং বিচারপতি ভি ভবানী সুব্বারোয়ানের নেতৃত্বাধীন একটি বিশেষ বেঞ্চ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ০৬:৩৩
Share:

ছবি: সংগৃহীত

দূষণ-বিধি না-মানার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া তামিলনাড়ুর স্টারলাইট কারখানাটিকে ফের চালু করার জন্য মাদ্রাজ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন মালিকপক্ষ। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে কোর্ট জানিয়েছে, কোনও ভাবেই কারখানা খোলা যাবে না।

Advertisement

প্রবল বিতর্কিত এই মামলায় এ দিন রায় দিয়েছে বিচারপতি টি এস শিভাগনানম এবং বিচারপতি ভি ভবানী সুব্বারোয়ানের নেতৃত্বাধীন একটি বিশেষ বেঞ্চ। গত বছরের শেষ থেকে এ বছরের শুরু পর্যন্ত, টানা ৪২ দিন শুনানি চলার পরে ৮ জানুয়ারি এই মামলায় রায়দান স্থগিত রেখেছিল আদালত।

তুতিকোরিনে বেদান্ত গোষ্ঠীর সংস্থা স্টারলাইটের তামা কারখানাকে ঘিরে কয়েক বছর ধরেই বিতর্ক চলছে। কারখানাটির বিরুদ্ধে দূষণ-বিধি ভাঙার অভিযোগ তুলেছে তামিলনাড়ু সরকার। দূষণ থেকে অসুস্থ হয়ে পড়ার অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়েরাও।

Advertisement

২০১৮ সালের ২৩ মে তামিলনাড়ুর দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কারখানাটি বন্ধের নির্দেশ দেয়। পড়ে থাকা ২০০ একরের কারখানা দেখাশোনার জন্য ফের খুলে দেওয়ার দাবিতে ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি মাদ্রাজ হাইকোর্টে আবেদন জানিয়েছিল বেদান্ত গোষ্ঠী। মালিকপক্ষ যদিও প্রথম থেকেই দাবি করেছে, কারখানা বন্ধের পিছনে তামিলনাড়ু সরকারের পক্ষপাত এবং রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement