Pak border

বড়েলালের ঘর ওয়াপসি, ২ বছর আগে সীমান্ত পেরিয়ে তিনি পা রেখেছিলেন পাকিস্তানে

পাকিস্তানে বড়েলাল কী ভাবে গেলেন, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কিন্তু সেখানে পা রাখার পরেই বাহওয়ালপুরে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১৪:৪০
Share:

শনিবার পাকিস্তান থেকে ভারতে ফেরেন তিনি প্রতীকী চিত্র

দু’বছর পরে দেশে ফিরলেন বড়েলাল আদিবাসী। ২০১৯ সালে কোনও ভাবে সীমান্ত পেরিয়ে পড়শি দেশ পাকিস্তানে চলে যান মধ্যপ্রদেশের দামো জেলার বাসিন্দা ৪০ বছরের বড়েলাল। তার পর থেকে সেখানেই জেলে ছিলেন তিনি। অবশেষে শনিবার পাকিস্তান থেকে ভারতে পা রাখলেন বড়েলাল।

Advertisement

পাকিস্তানে বড়েলাল কী ভাবে গেলেন, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কিন্তু সেখানে পা রাখার পরেই বাহওয়ালপুরে তাঁকে গ্রেফতার করা হয়। এই খবর জানতে পেরে সরকারের কাছে আবেদন করে তাঁর পরিবার। পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। এত দিন পরে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

Advertisement

দামো জেলার পুলিশ সুপার ডি আর তেনিভার জানিয়েছেন, পঞ্জাবের আট্টারি সীমান্ত দিয়ে শনিবার ভারতে আসেন বড়েলাল। তাঁকে আনতে অমৃতসরে যান তাঁর এক আত্মীয়। তিনিই সেখান থেকে বড়েলালকে নিয়ে দামোতে ফেরেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement