LPG

LPG price hike: আরও বাড়ল এলপিজি বাণিজ্যিক গ্যাসের দাম! বৃদ্ধি পেতে পারে রেস্তরাঁয় খাওয়ার খরচ

প্রায় প্রতি মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে চলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২২ ১১:১৫
Share:

প্রায় প্রতি মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে চলেছে। ফাইল চিত্র

আরও বাড়ল এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম আগের তুলনায় ১০২.৫০ টাকা বেড়েছে। অর্থাৎ আগে যে সিলিন্ডারের দাম ২,২৫৩ টাকা ছিল, তার দাম বেড়ে ২,৩৫৫.৫০ টাকা হয়েছে। এমনকি ৫ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। এখন থেকে ৬৫৫ টাকায় পাওয়া যাবে ৫ কেজি গ্যাসের সিলিন্ডার।

রবিবার, ১ মে থেকে বাজারে এই দামেই এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে হবে। ১ এপ্রিল ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ২৫০ টাকা বাড়ানো হয়েছিল। এমনকি মার্চ মাসেও এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৫ টাকা বেড়েছিল। এর পর আরও এক বার বৃদ্ধি করা হল গ্যাসের দাম। এর ফলে রেস্তরাঁয় খাবারের দাম, ফাস্ট ফুডের দাম বাড়তে পারে।
লক্ষ করে দেখা যাচ্ছে, প্রায় প্রতি মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement