প্রতীকী ছবি।
রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ইতিমধ্যেই এক হাজার টাকার উপরে। কয়েক দফায় অনেকটা বেড়েছে দাম। এ বার রান্নার গ্যাসের নতুন সংযোগ নেওয়ার খরচও এক লাফে অনেকটা বেড়ে গেল। এত দিন নতুন সংযোগ নিতে লাগত ১,৪৫০ টাকা। বৃহস্পতিবার থেকে সেই খরচ বেড়ে হয়েছে ২,২০০ টাকা। এক লাফে বাড়ল ৭৫০ টাকা। এটি অবশ্য ১৪.২ কেজির একটি সিলিন্ডারের সংযোগ নেওয়ার ক্ষেত্রে খরচ। এত দিন জোড়া সিলিন্ডারের সংযোগ নিতে সিকিউরিটি ডিপোজিট বাবদ খরচ হত ২,৯০০ টাকা। সেটা বেড়ে হল ৪,৪০০ টাকা।
শুধু সিকিউরিটি ডিপোজিট বাবদ খরচই নয়, নতুন সংযোগে আরও বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের। একটি রেগুলেটারের দাম ছিল ১৫০ টাকা। সেটাই বেড়ে হয়েছে ২৫০ টাকা। এ ছাড়াও নতুন সংযোগের সঙ্গে একটি গ্যাসের পাইপ নিতে লাগবে ১৫০ টাকা এবং পাসবুকের জন্য ২৫ টাকা।
১৪.২ কেজির সিলিন্ডারের গ্যাস সংযোগের পাশাপাশি খরচ বেড়েছে পাঁচ কেজির সিলিন্ডারের ক্ষেত্রেও। এতদিন দিতে হত ৮০০ টাকা। সেটা বেড়ে হয়েছে ১,১৫০ টাকা।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।