নকল সলমনের বিরুদ্ধে মামলা করল পুলিশ। নিজস্ব চিত্র।
নেটমাধ্যমে তাঁরও ফ্যান অনেক। এক একটা ইনস্টাগ্রাম রিলে লাখ লাখ ভিউ হয়। সেই নকল সলমন খানকে পড়তে হল পুলিশি গেরোয়। শান্তি বিঘ্ন করার অভিযোগে আজম আনসারি নামে ‘নকল’ সলমন খানকে গ্রেফতার করল ঠাকুরগঞ্জ থানার পুলিশ।
কখনও ‘মুঝসে শাদি করোগি’ গানে সলমনের মতো স্টেপ, কখনও ‘তেরে নাম’-এর রাধে হয়ে রাস্তায় বেরনো বা ভাইজানের মতো খালি গায়ে দাঁড়িয়ে সিগারেটে সুখটান। তাঁকে দেখলেই ভিড় জমে যায় রাস্তায়। উত্তরপ্রদেশের সলমন খান তিনি। তাঁকেই গ্রেফতার হতে হল রবিবার। পুলিশ সূত্রে খবর, ক্লক টাওয়ারে ইনস্টাগ্রাম রিল বানাচ্ছিলেন তিনি। তাঁর জন্য রাস্তা আটকে যায়। ব্যাপক ভিড়ে দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি। এই কারণে নকল সলমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
সলমন খানের মতো দেখতে, তাঁর মতোই চলাফেরা, কথা বলা আজম আনসারির ইউটিউবে ফলোয়ার্স সংখ্যা ১,৬৭,০০০। তাঁর এক একটি ভিডিয়ো দারুণ জনপ্রিয়।