Om Birla

লোকসভার স্পিকার ওম বিড়লা করোনায় আক্রান্ত, অবস্থা স্থিতিশীল, চিকিৎসা চলছে দিল্লির এমসে

কোভিড পজিটিভ হওয়ার আগে গত ৮ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার বাজেট অধিবেশনে টানা অংশ নিয়েছিলেন বিড়লা।

Advertisement
শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ১৫:১৩
Share:

লোকসভার স্পিকার ওম বিড়লা। —ফাইল চিত্র।

কোভিডে আক্রান্ত লোকসভার স্পিকার ওম বিড়লা। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর কোভিড বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। গত ১৯ মার্চ স্পিকারের শরীরে সংক্রমণ ধরা পড়ে বলে জানা গিয়েছে।

Advertisement

রবিবার একটি বিবৃতি প্রকাশ করে স্পিকারের অসুস্থতার কথা প্রকাশ করেন এমস কর্তৃপক্ষ। বলা হয়, ‘চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার জন্য ২০ মার্চ ওঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন অবস্থা স্থিতিশীল। তাঁর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে এবং শরীরের বিভিন্ন মাত্রাগুলি (ভাইটাল প্যারামিটার্স) সচল রয়েছে’।

কোভিড পজিটিভ হওয়ার আগে গত ৮ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার বাজেট অধিবেশনে টানা অংশ নিয়েছিলেন বিড়লা। গত সপ্তাহে সেন্ট্রাল হলে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নেও (আইপিইউ) যোগ দেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement